হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মহৎপুর রওজাতুল জান্নাত ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় ২৯তম জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব শেখ আবুল খায়ের এর সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকসহ ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেণ মোট ১৯৪ জন প্রতিযোগী। অংশগ্রহণ কারীদের মাঝে ক, খ, গ, ঘ, ঙ এই পাঁচটি ক্যাটাগরিতে বিভিক্ত করে যথাক্রমে ১০ পারা ২০ পারা ৩০পারা এবং সম্পূর্ণ হাফেজাদেরকে নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহৎপুর রওজাতুল জান্নাত কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওঃ গোলাম মোস্তফা।
Leave a Reply