অনলাইন নিউজঃ
সাতক্ষীরার শ্যামনগরে একটি নাইনএমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আবু জাকারিয়া রাজু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৪ নভেম্বর) শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তি আবু জাকারিয়া রাজু সাতক্ষীরা সদরের বাসিন্দা। তিনি অস্ত্র ব্যবসায়ী। আটকের পর তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসিন বলেন, একজন অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তাকে কোস্টগার্ড ধাওয়া করে আটক করা হয় বলে জানানো হয়।
Leave a Reply