হাফিজুর রহমান শিমুলঃ ছাত্রাবাসের হোস্টেলের দেয়ালে ‘ক্ষমা করে দিও’ লিখে জিসান (১৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত ১ টা৩০ মিঃ (আনুমানিক) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলের ভাড়া দেওয়া হোস্টেলের রুমে ঘটে। নলতা হাইস্কুল কর্তৃপক্ষ বলেন, স্কুলের হোস্টেল এখন আর ব্যবহৃত হয় না। কোন শিক্ষার্থী না থাকাতে আমরা বর্তমানে রুম গুলো ভাড়া দিয়েছি। সেখানে জিসান নামের ছেলেটি ভাড়া থাকতো। নিহত জিসান দেবহাটার হাদিপুর মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। সে দেবহাটা উপজেলার সিয়াপাড়া এলাকার জামান হোসেনের ছোট ছেলে। জিসানের আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা না গেলেও নলতার হোস্টেলে তার লাশ নিতে আসা নিহতের স্বজনরা জানায়, জিসান তার বাবার কাছে দীর্ঘ দিন ধরে বাইক কিনে দেওয়ার আবদার করছিল। কয়েকজন সহপাঠীরা জানান, জিসান সারারাত অর্থ খরচ করে ফ্রি ফায়ার খেলেন। এবং জুয়ার প্রতি তার বেশি মাত্রায় নেশা ছিলো। নিহতের স্বজনরা আরও জানান, তার বাবা মা বর্তমানে ভারতের তামিলনাডুতে কাজের জন্য অবস্থান করছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, জিসান নামের এক যুবক আত্মহত্যা করেছে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply