খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদী পারাপরের সময় অসাধনতা বসত নদীতে পড়ে প্রসাদ রায় (৫৩)নামে এক ইজিবাইক চালকের মৃ*ত্যু হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভন্ডারপাড়া ইউনিয়নের কাঞ্চনপুর খেয়াঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত প্রসাদ রায় ভান্ডারপাড়া ইউনিয়নে খড়িবুনিয়া গ্রামের শিবুপদ রায়ের ছেলে।তিনি ৩ সন্তানের জনক বলে জানাযায়।
স্থানীয় ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস সুত্র জানা যায়, সোমবার দুপুর ২ টার দিকে (খুলনার বটিয়াঘাটা)- উপজেলার একটি ধর্মিয় অনুষ্টান শেষে নিজ বাড়িতে ফেরার পথে।ভদ্রা নদীতে ভাটা চলাকালীন
নদীর পানি কম থাকায় প্রসাদ রায় হেটে নদী পার হওয়ার চেষ্টাকালে, নদীতে জোয়ারের পুর্বে বান আসলে হঠাৎ বানের পানিতে ভেসে যায় প্রসাদ রায়।এসময় স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে খুঁজে না পেয়ে, ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।তৎক্ষনাৎ খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছাইয়া স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে,আনুমানিক দেড় ঘন্টা পরে ঘটনাস্থল থেকে প্রায় হাফ কিলোমিটার দুর থেকে মৃত অবস্থায় প্রসাদ রায়কে উদ্ধার করা হয়।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন মৃত্যুদেহটি উদ্ধার পুর্বক ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান ডুমরিয়া থানায় একটি অপমৃ*ত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply