শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নি*হ*ত ও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৫শে অক্টোবর) সাড়ে ১০ টার দিকে খানপুর আনসারের ভাটার সামনে শ্যামনগর সাতক্ষীরার প্রধান সড়কে সংঘর্ষের ঘটনাটি ঘটে। নি*হ*ত ব্যক্তি হলেন কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে বদরুজ্জামান (৭০) ও আহত ব্যক্তি হলেন মৌতলা ঝুড়ু খামার গ্রামের নুরুল আলম ছেলে জুবায়ের (১৯)।
স্থানীয়রা জানান, শ্যামনগর কালীগঞ্জ প্রধান সড়কের খানপুর ইসলামিক মিশনের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ আহত হয় দুই জন। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে শ্যামনগর হসপিটালে নিয়ে আসার পথ মধ্যে বদরুজ্জামান নামের ব্যক্তির মৃত্যু হয় এবং আরেক জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করে হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন একজনকে হসপিটালে নিয়ে আসার পথমধ্যে মৃ*ত্যু হয় এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজন জনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Leave a Reply