সংবাদ শিরোনামঃ
শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহ ৩ কেজি গাজা সহ এক মাদক কারবারী গ্রেফতার শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর ফলোআপ – যুবক হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন – ১জনকে আটক করেছে শ্রীমঙ্গল পুলিশ শ্যামনগরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শ্যামনগরে বিশ্ব খাদ্য দিবসে অচাষকৃত শাকের রান্না প্রতিযোগিতা কালিগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা   গণঅধিকার পরিষদ (জিওপি) মৌলভীবাজার জেলা’র ১ম কাউন্সিল সম্পন্ন কোডেকের বছরব্যাপী বসতবাড়ি ও মাঠ পর্যায়ে সবজি উৎপাদন এবং বৃক্ষরোপণ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস পালিত
শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামনগর প্রতিনিধি।
বাঙালি হিন্দু পরিবারের অধিষ্ঠাত্রী আরাধ্য দেবী কোজাগরী লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। দেবী স্বর্গে স্বর্গলক্ষ্মী। রাজগৃহে রাজলক্ষ্মী। গৃহে তিনি গৃহলক্ষ্মী। পূর্ণিমার চাঁদের আলোয় যখন চারিদিক আলোকিত হয়ে অন্ধকার দূরীভূত হয়, তখন উলু, শঙ্খধ্বনিসহকারে প্রতিটি বাঙালি হিন্দু পরিবারের গৃহে গৃহে স্ব-স্ব রূপিণীতে ‘মা লক্ষ্মীর’ পূজা অনুষ্ঠিত হয়।
“জেলেখালী ভাই ভাই সংঘ এর ১৯ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে জেলেখালী ভাই ভাই সংঘ এর আয়োজনে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ২ দিন ব্যাপী অনুষ্ঠান ১৬ই অক্টোবর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং ১৭ই অক্টোবর ভাগবত পাঠ “জেলেখালী ভাই ভাই সংঘ এর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) এর সভাপতিত্বে ১৬ই অক্টোবর বুধবার কোজাগরী লক্ষ্মী পূজার পরে জেলেখালী ভাই ভাই সংঘের ১৯ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর পল্লীবিদ্যুৎ এর ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল, শ্রীফলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজনু এলাহী, সুন্দরবন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনঞ্জিত বর্মন, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, এ্যাডভোকেট স্বপন কুমার মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, মডান ক্লিনিকের পরিচালক তপন কুমার বিশ্বাস প্রমুখ।
অন্যান্যদের মধ্যে সাংবাদিক সুলতান শাহজাহান, ইসমাইল হোসেন, কাঁচড়াহাটী ডি,কে,বি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার মন্ডল, জেলেখালি ভাই ভাই সংঘের সিনিয়র সহ-সভাপতি ভুবন পরমান্য, সাধারণ সম্পাদক সাধন কুমার পরমান্য, সাংগঠনিক সম্পাদক সুদর্শন কুমার বাপ্পি সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড