সংবাদ শিরোনামঃ
ভারতীয় ৬৩০ পিস টাপেনটাডল ও ৮৫০ গ্রাম গাঁজা সহ ৩ জন আটক

ভারতীয় ৬৩০ পিস টাপেনটাডল ও ৮৫০ গ্রাম গাঁজা সহ ৩ জন আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে মাদকদ্রব্য অধিদপ্তর সাতক্ষীরার অভিযানে ভারতীয় ৩৬০ পিস যৌন উত্তেজনা ট্যাবলেট ও ৮৫০ গ্রাম গাঁজাসহ তিনজন আটক। মঙ্গলবার ১৫ই অক্টোবর বিকাল দুইটার দিকে নীলডুুমুর, ঈশ্বরীপুর ও নওয়াবেঁকী বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৬৩০ পিস টাপেনটাডল ও ৮৫০ গ্রাম গাঁজা সহ ৩ জনকে আটক করছে সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা।

সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ- পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, তার নেতৃত্বে এ এস আই মোল্লা মনিরুজ্জামানসহ একদল ফোর্স নিয়ে নওয়াবেকী বাজারে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ভারতীয় টেপেন্ডাটল সহ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ইসহাক গাজীর ছেলে নুরুল ইসলাম গাজী (৫৯), নীল ডুমুর গ্রামের বারিক গাজীর ছেলে মফিদুল ইসলাম (৩৭) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ও ঈশ্বরীপুর ইউনিয়নের জিয়াদ আলী গাজীর পুত্র মাহবুবুর রহমান (৫৩) এর বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। নুরুল ইসলাম গাজী পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তাদের কে শ্যামনগর থানায় সোপার্দ করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, মাদকদ্রব্য অভিযানে আটকৃত ব্যক্তিদের শ্যামনগর থানা হস্তান্তর করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড