সংবাদ শিরোনামঃ
না‌বি‌কের সহায়তায় ব্রতীর ৩৫০ প‌রিবা‌রে ২০০০ টাকা ক‌রে বিতরণ

না‌বি‌কের সহায়তায় ব্রতীর ৩৫০ প‌রিবা‌রে ২০০০ টাকা ক‌রে বিতরণ

গাবুরা শ‌্যামনগর প্রতি‌নি‌ধি। শ্যামনগর উপজেলার দূ‌র্যোগ প্রবণ গাবুরা ইউনিয়‌নে ছিন্নমুল ৩৫০ শিশুর পরিবারে খাদ্য ও পুষ্টি বাবদ নগদ টাকা বিতরণ করে‌ছে ব্রতী সমাজকল‌্যাণ সংস্থা। দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহযোগিতায় ব্রতীর শিশু সুরক্ষা প্রকল্প এ টাকা বিতরণ করেছে। মঙ্গলবার (১৫ অ‌ক্টোবর) সকাল ১০ টা থেকে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ব্রতীর প্রকল্প অফিসে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রতীর কর্ম এলাকা গাবুরা থেকে আগত ৩৫০০ অনাথ, দুস্থ, পিতা মাতাহারা, প্রতিবন্ধি শিশু পরিবারের অভিভাবকের হাতে নগদে প্রতি মাসের জন্য ১০০০ টাকা হারে মোট দুই মা‌সের ২০০০ টাকা ক‌রে বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা করেন ব্রতীর ঢাকা অ‌ফি‌সের ম্যানেজার মাইকেল ম‌নীষ সাহা,ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, অন‌্যন‌্য কর্মকর্তা ডাঃ সা‌মিয়া র‌শিদ, মাহমুদুল হাসান, সুমাইয়া আক্তার ও শাহনাজ আক্তার, উপকারভোগী পরিবার ও মিডিয়া কর্মীগন। ২০২৩ সা‌লের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়া‌রি পর্যন্ত ৩ বছরের শিশু সুরক্ষা প্রকল্প থেকে শিশুরা প্রতি মাসের জন্য ১০০০ নগদ টাকা ছাড়াও প্রয়োজনীয় পোশাক, শিক্ষা উপকরণ ও জরুরী খাদ‌্য সহায়তা পাচ্ছে। উল্লেখ্য, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। নাবিকের সহায়তায় ব্রতী গাবুরায় শিশু সুরক্ষা ও ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র নামে পৃথক প্রকল্প বাস্তবায়ন চলমান রেখেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড