সংবাদ শিরোনামঃ
দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠন সভাপতি খায়রুল, সম্পাদক উজ্বল, সাংগঠনিক কবির

দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠন সভাপতি খায়রুল, সম্পাদক উজ্বল, সাংগঠনিক কবির

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রেসক্লাবের বার্ষিক সভায় শেষে গঠনতন্ত্রের আলোকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মীর খায়রুল আলম, দৈনিক দৃষ্টিপাতের বায়েজিত বোস্তামি উজ্বল সাধারন সম্পাদক, দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু ও প্রভাষক সুমন ঘোষ সুজন, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক পদে সন্যাসি কুমার ওভি, দপ্তর সম্পাদক পদে এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, অধ্যাপক রাজু আহম্মেদ, রুহুল আমিন ও আব্দুস সালামকে মনোনিত করা হয়।
শুরুতে প্রথম অধিবেশেনে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বিগত দিনের কর্মকান্ড তুলে ধরা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমানকে প্রধান নির্বাচন কমিশন করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব এবং আব্দুল কাদের মহিউদ্দীনকে সহকারী কমিশনার করা হয়। প্রথম অধিবেশন শেষে নির্বাচন কমিশনার নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়। পরে ২য় অধিবেশনে গঠনতন্ত্রের ১৬ ধারার আলোকে সাধারণ পরিষদের সম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে কমিশনের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে সাধারণ পরিষদ হাত তুলে কার্যকরী কমিটির নাম প্রস্তাব ও সমার্থন করেন। এতে সকলের সম্মতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন তা চূড়ান্ত হিসাবে ঘোষনা করেন। এর আগে সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্য ২ জনের স্থলে ৪ জন করে মোট ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিকী কমিটি ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিতিত ছিলেন প্রধান নির্বাচন কমিশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমান, সহকারী কমিশনার উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, নব-কমিটির নেতৃবৃন্দরা, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবু হুরাইরা, সাবেক আহবায়ক আজিজুল হক, সদস্য দিপঙ্কর বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

নের্তৃত্বের নয় নীতির পরিবর্তন করতে হবে: জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, মহান আল্লাহর বিধান কুরআনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ শান্তিপূর্ন ভাবে পরিচালিত হবে। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী হযরত মোহাম্মাদ (স.) এঁর আগামন হয়েছিল। আমরা নেতার পরিবর্তন চাই না, আমাদেরকে নীতির পরিবর্তন করতে হবে। ছাত্র জনতার সংগ্রামে বাংলাদেশ নতুন ভাবে স্বপ্ন দেখেছে। এই অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আগামী দিন সুন্দর নেতৃত্বের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সে জন্য আপানাদের সহযোগীতা আমাদের প্রয়োজন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সখিপুর মোড়স্থ ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠানে সখিপুর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। একই সাথে ২০১৩ সালে আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত সখিপুরের হোসেন আলীর নামে সখিপুর মোড়কে “শহীদ হোসেন আলী চত্বর” ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে সেক্রেটারী ও সাবেক ইউপি সদস্য আফসার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, প্রভাষক ওমর ফারুক, জেলা কমিটির সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোওয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, সোলাইমান হোসেন, দেবহাটা উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, ইউনিয়ন টিম সদস্য আব্দুর রব, কবির হোসেন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ। সন্ধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার কপোতক্ষ শিল্পী গোষ্ঠি ও দেবহাটার উদ্দীপন শিল্পী গোষ্ঠির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

দেবহাটায় মতবিনিময় সভায় নবগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ:
ঘুষ ছাড়া সেবার মানসিকতায় রাষ্ট্র ও মানুষের কল্যাণে কাজ করতে হবে
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ বলেছেন, ঘুষ ছাড়া মানুষের কল্যাণে কাজ করতে হবে। কোন অফিসে টাকা চাইলে বলবেন, আপনাকে টাকা দিয়ে আমাদের সেবার জন্য নিয়োগ করা হয়েছে। তাই ওটা ভুলে সঠিক কাজ করেন। সমাজে ভাল ও খারাপ দুই ধরনের মানসিকতার মানুষ আছে। নিজেদের কর্ম বিচার করলে আমরা বলতে পারব আমরা কোন পথে আছি। শয়তান, দুষ্টু লোক সমাজে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে। কয়দিন আগে দুর্গা পূজা সম্পন্ন হল। এই পূজা মন্ডপে কেন পাহারা দিতে হবে। ধর্মীয় অনুষ্ঠান তো নিয়ম মেনে পালন করা হয়। আমরা সৃষ্টের পক্ষে কাজ করব, দুষ্টের দল পরিহার করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান স্বাভাবিক ভাবে পালন হবে। তাই আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। কোন ভয় বা পাহারা ছাড়া যাতে আগামীতে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে পারি সেই ভাবে আমাদের সমাজ গঠন করতে হবে। তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক হিসাবে ট্যাক্সের টাকায় মাসের বেতন নেন। কিন্তু কিছু মানুষ তা ভুলে গিয়ে বাড়তি আয়ের প্রতিযোগীতা করেন। সেসব ভুলে গিয়ে মানুষের সেবায় কাজ করেন। এতে মানুষের ভাল বাসা ও পরকালে মুক্তি পেতে পারেন। কেউ টাকা চাইলে বলবেন, টাকার কথা ভুলে যান, সঠিক কাজ করেন। দুর্নীতি, অনিয়মের দিন শেষ। জেলা প্রশাসক শিক্ষক ও চিকিৎসকদের উদ্দেশ্য বলেন, অফিস টাইমে কোচিং বন্ধ করতে হবে। চিকিৎসকদের ডিউটির সময় কর্মস্থলে থাকতে হবে। বাহিরে রোগী দেখার কথা ভুলেও ভাববেন না। রাষ্ট্রের মানুষের জন্য কাজ করতে হবে। আমরা যদি চাই এই সমাজটাকে সুন্দর করতে পারি। আমরা এমন সমাজ গড়বো যেখানে থাকবে না কোন জেল, হাজত। মানুষ অপরাধ করবে না। গ্রামগুলো হবে আদর্শ গ্রাম। আমি ২০০৮ সালে আমার এলাকায় ১৬টি গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করেছি। আজও সেখানে কোন অশান্তি, বিশৃঙ্খলা নেই। যে কোন সমস্যা সমাধানে গ্রামের মানুষ নিজেরাই সমস্যার সমাধান করেন। তেমন দেবহাটার ১২২ টি গ্রামকে ধারাবাহিক ভাবে আদর্শ গ্রামে রুপান্তর করতে হবে। বিশেষ করে প্রতিটি ইউনিয়নে একটি করে গ্রামকে নিয়ে পরীক্ষামূলক কাজ শুরু হবে। নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যে কোন সমস্যা হলে আমাকে অবহিত করলে আমি নিজেই সহযোগীতা করব। সরকারি সেবা নিতে বাড়তি টাকা বা সুবিধা দিতে হবে না। কেউ টাকা চাইলে তাকে প্রতিরোধ করুন, প্রয়োজন হলে আমাকে জানান। খারাপ ও অন্যায় কাজে প্রতিবাদ শুরু করেন। দেখবেন এমননি এমনি সব ঠিক হয়ে যাবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে  বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহাবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতে আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচএম ইমদাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ধর্মীয় নেতা আনারুল ইসলাম, স্বপন গোস্বামী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি’র ম্যানেজার লাভলু খান, শিক্ষক জিয়াদ আলী, নজরুল ইসলাম, পূজা উৎযাপন কমিটির সভাপতি অজয় কুমার, শহীদ আসিফ হাসানের ভাই রাকিব হোসেন, ছাত্র প্রতিনিধি তানভীর প্রমুখ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক ও কলেজের প্রভাষক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, টাউশ্রীপুর বিজিবি ক্যাম্প সুবেদার গোবিন্দ সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ সহ দেবহাটা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বাজার কমিটি, মসজিদের ইমাম, পুরোহিত সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড