হাফিজুর রহমান শিমুলঃ
এক জোড়া এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন এই শ্লোলগানকে সামনে রেখে কালিগঞ্জে উপজেলা পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ্যাডভোকেসি সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শংঙ্কর কুমার দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, ডাঃ প্রবীর কুমার মুখার্জি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর প্রমুখ।শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সারের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শেখ মশিউর রহমান।
Leave a Reply