সংবাদ শিরোনামঃ
দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় কালিগঞ্জে দুর্গোৎসব উদযাপন করতে চাই-নবাগত ইউএনও

দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় কালিগঞ্জে দুর্গোৎসব উদযাপন করতে চাই-নবাগত ইউএনও

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ইউপি সচিব ও গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। নবাগত ইউএনও’র পরিচিতি ও আসন্ন দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতির লক্ষ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী মিলন কুমার ঘোষ, উপজেলা সমন্বয়ক রাকিব ও সমন্বয়ক আমির হামজা প্রমুখ। এসময়ে বক্তব্যে নবাগত ইউএনও অনুজা মন্ডল বলেন দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতায় কালিগঞ্জে দুর্গোৎসব উদযাপন করতে চাই। আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে উপজেলা এলাকার ১২টি ইউনিয়নের ৪৯টি পূজা মন্ডপে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার ভিডিপি ও গ্রাম পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সর্বদাই তদারকিতে থাকবেন। রুটিং মাফিক সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি টহলে থাকবেন। আমি এই উপজেলায় অদ্যহতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্বে আছি, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা প্রশাসন উপহার দিতে চাই। সেক্ষেত্রে আমাকে সকলে সহযোগিতা করবেন এমনটা আশা করছি। শুধু দুর্গোৎসব নয়, অন্যান্য সময়েও এই উপজেলাকে শান্তিপূর্ণ পরিবেশে রাখতে স্বচেষ্টায় থাকব। তবে নিজ নিজ অবস্থান থেকে সকৱকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড