কয়রা (খুলনা) প্রতিনিধি ঃকয়রায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের উপজেলা ভিত্তিক স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহন অন্তর্ভুক্তি মূলক বাজেট প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিক চাহিদা নিরুপণ এবং কর্মকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ( অক্টোবর) সকাল ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে ২দিন ব্যাপী ডরব ইভলব প্রজেক্টের আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা কপোতাক্ষ কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক, প্রেসক্লাবর সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, মানবকল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, (সিএসও) সদস্য মোল্যা মনিরুজ্জামান, ইব্রাহিম খলিল, জিয়াউর রহমান, খালেদা আক্তার , তহমিনা খাতুন, মাহমুদা খাতুন, স্বপ্না মন্ডল । প্রশিক্ষন অনুষ্টানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রকল্পের সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, সার্বিক সহযোগীতা করেন ডরপ ইভলব প্রকল্পের কয়রা উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. হারুন অর রশিদ প্রমুখ।
এ ছাড়াও প্রশিক্ষণে অংশ নেন উপজেলার কয়রা সদর, মহারাজপুর, আমাদি ও বাগালি ইউনিয়নের , শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও উপজেলা সিএসও নেটওয়ার্কের সদস্যরা।
Leave a Reply