মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ-এর সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম,কে, এইচ জাহাঙ্গীর আলম।
এছাড়া সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সহকারী বন সংরক্ষক, মোহাম্মদ নাজমুল আলম, সিআইডি সহকারী পুলিশ সুপার মোল্যা মুনির হোসেন, উপ-পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিজানুর রহমান শরীফ, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, এম. মিজবাহ উর রহমান, মোহাম্মদ জিয়াউল হক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসাইন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ ছিদ্দিক আজাদ, সহকারী পরিচালক বিজিবি জামাল হোছাইন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক; ইন্সপেক্টর, ইন্সপেক্টর ট্রাফিক ইন্সপেক্টর এবং জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply