আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় ও জনমনে আস্থা বৃদ্ধিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন। আগামী ০৮ই অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা, দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উক্ত পূজা উপলক্ষ্যে ০২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা হতে পূজামন্ডপ সমূহে টহল কার্যক্রম আরম্ভ হয়।
নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ০৮ কিঃমিঃ এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা ১৫টি, কালিগঞ্জ ১৬টি ও শ্যামনগর উপজেলায় ০৮টি সর্বমোট ৩৯টি পূজামন্ডপ রয়েছে। উক্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদলকে ০২টি টাক্সফোর্সে বিভক্ত করে ০৪ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ০৮টি সেকশনে ভাগ করে পূজামন্ডপসমূহ ও এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা বৃদ্ধিতে টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও পূজা মন্ডপের সভাপিত, কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, চেয়ারম্যান, মেম্বার, ইমাম এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে প্রয়োজনীয় মত বিনিময় করেন। বেইজ ক্যাম্প হতে পূজামন্ডপ সমূহে ৩০ মিনিটে পৌঁছানোর বিষয়টি পর্যবেক্ষন করছে। যে সকল পূজামন্ডপে পৌছাতে ৩০ মিনিটের বেশী সময় প্রয়োজন হবে সে সকল পূজামন্ডপের নিকটবর্তী স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। দায়িত্বপূর্ণ এলাকার পূজামন্ডপ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে যোগাযোগ, পূজা কমিটির সাথে যোগাযোগ করত টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়।
Leave a Reply