কয়রা, খুলনা প্রতিনিধি
চাকুরিতে ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন কয়রায় ডিপ্রোমা সার্ভেয়ার মোঃ হাদিছুর রহমান। তিনি কয়রা উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত আছেন।
১ অক্টোবর থেকে ৩ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিনি এ অবস্থান কর্মসূচী পালন করবেন বলে জানা গেছে।
বুধবার ২ অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিনি ভূমি অফিসের সকল কার্যক্রম বাদ দিয়ে গেটের সামনে ব্যানার টাঙ্গিয়ে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচী পালন করছেন। এসময় জানতে চাইলে তিনি বলেন, ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দায়িত্ব পালন করছেন । কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছি । তিনি আরো বলেন, একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও ১৪,১৫ ও ১৬ তম গ্রেড্রে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা । তাই চাকরি দশম গ্রেটে উন্নতি করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ কর্ম বিরতি পালন করে আসছে।
Leave a Reply