সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নলতায় এম,জে,এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ চাঁদনীমুখা একতা যুব সংঘের আয়োজনে সি পি এল ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হযেছে  উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত গহীন সুন্দরবনে ২ মণ হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা 
দেবহাটার সখিপুর বাজারে গত ১ মাসে ১০ টির বেশি সাইকেল চুরি সি সি ক্যামেরা থাকলেও বেশির ভাগ অকেজো

দেবহাটার সখিপুর বাজারে গত ১ মাসে ১০ টির বেশি সাইকেল চুরি সি সি ক্যামেরা থাকলেও বেশির ভাগ অকেজো

আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটা উপজেলার বৃহত্তর বাজার সখিপুর বাজার, বাজারে গত এক মাসে ১০-১২ টি বাইসাইকেল চুরি হয়েছে শুধু সাইকেল নয় বাজারে প্রতিনিয়ত মটর সাইকেল, মটর ভ্যান সহ বিভিন্ন মালামাল চুরি হচ্ছে, বাজারে সিসি ক্যামেরা থাকলেও বেশির ভাগ অকেজো হয়ে আছে এতে করে চুরির হার বৃদ্ধি পেয়েছে , বাজার করতে আসা ক্রেতা
আল আমিন হোসেন বলেন আমার বাজার করতে আসি নিয়মিত কিন্তু সাথে করে কোন যানবাহন আনতে পারি না কারণ যানবাহনের কোন নিরাপত্তা নাই, বাজারে যে কোন জায়গায় যানবাহন রেখে যাওয়া নিরাপদ নয়,আবার বাজার করতে গেলে ঠিক ঠাক বাজার করা হয় না যানবাহনের চিন্তায়, বাজারে ব্যাবসায়ী সাদিকুর জামান সোহাগ বলেন বাজারে আমরা ব্যাবসা করি কিন্তু আমাদের থাকতে আতঙ্কে কারণ কখন দোকানে চুরি হয়, বাজারে প্রতিনিয়ত চুরি হচ্ছে যার ফলে বাজার কাস্টমার কমে গেছে, বাজারের ব্যাবসায়ী আব্দুল খালেক বলেন আমার চাউলের দোকানে পাশে একটা সিসি ক্যামেরা আছে কিন্তু কিছু দিন পর পর কে বা কারা ক্যামেরার তাড় কেটে দিয়ে যায়,এতে করে বোঝা যাচ্ছে পরিকল্পিত ভাবে চুরি হচ্ছে, বাজার কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল বলেন আমাদের বাজারে সাইকেল মোটরসাইকেলের চুরি হয় বেশির ভাগ সখিপুর বাজার জামে মসজিদ প্রঙ্গান থেকে কারণ ওখানে ফাকা জায়গা ওখানে কোন সিসি ক্যামেরা নাই সেই জন্য চোরেরা এ-ই সুযোগটা নিচ্ছে, বাজার কমিটির সভাপতি সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন বাজারে প্রতিনিয়ত চুরি হচ্ছে এটা আমার নলেজে আছে, বাজার অনেক সিসি ক্যামেরা নষ্ট আছে এটা দ্রুত ঠিক করা হবে, ঠিক হলে বাজারে চুরি কমবে বলে আশা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড