সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নলতায় এম,জে,এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ চাঁদনীমুখা একতা যুব সংঘের আয়োজনে সি পি এল ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হযেছে  উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত গহীন সুন্দরবনে ২ মণ হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা 
মৌলভীবাজারে সালিশ বৈঠকে হামলা, নিহত ১ আহত ৪

মৌলভীবাজারে সালিশ বৈঠকে হামলা, নিহত ১ আহত ৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকায় সালিশ বৈঠকে দুইপক্ষের সংঘর্ষে পারভেজ আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন।

এ সময় নারীসহ আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়িতে এক নারীর দ্বিতীয় বিয়ে নিয়ে ছঈদ উল্লার ছেলে পারভেজ আহমদের সঙ্গে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসে।

বৈঠক চলাকালে আগে থেকে দেশীয় অস্ত্রসহ ওত পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে গুরুতর আহত হন পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।

দ্রুত আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত পারভেজ আহমদসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাত ৮টার দিকে তারা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড