আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান নিদের্শনায়।উপজেলা সহকারী কমিশন (ভূমি) শরীফ নেওয়াজের অভিযানে অবৈধ নেট পাটা অপসারন করা হয়েছে। বর্তমানে কিছু অসাধু লোক সরকারী খালে অবৈধভাবে নেট পাটা ফেলে মাছ ধরাসহ জলাবদ্ধতার সৃষ্টি করছে। যার কারনে বিষয়টি নিয়ে স্থানীয়রা দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। জানা গেছে, এই বর্ষার মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু লোক জলাবদ্ধতার সৃষ্টি করছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশন(ভূমি) শরীফ নেওয়াজ বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে, উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একাধিক নেট পাটা অপসারন করা হয়। এধরনের কাজ থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করা হয়। নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, এই বর্ষা মৌসুমে যারা অবৈধ নেট পাটা ফেলে মাছ ধরাসহ জলাবদ্ধতার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় সাথে ছিল এসি ল্যান্ড অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঢালীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply