সংবাদ শিরোনামঃ
গহীন সুন্দরবনে ২ মণ হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে
তালায় যুবদল নেতা ফারুক হোসেনের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

তালায় যুবদল নেতা ফারুক হোসেনের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

তালা প্রতিনিধিঃ

তালায় যুবদল নেতা ফারুক হোসেন (রানা)’র অকাল মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ ই সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সদর ডাকবাংলো চত্বরে উপজেলা যুবদলের আয়োজনে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা তাওহীদুর রহমান।

মরহুম ফারুক হোসেন রানা জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন।  সদ্য কারামুক্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণ-সংবর্ধনা উপলক্ষে চুকনগর বাজারে মিছিল করার সময় হিটস্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণ করেন।

উপজেলা যুবদলের আহবায়ক র্মীজা আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সি.যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক মো: সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এম মারুফুল ইসলাম মারুফ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব আবুল কালাম, বিএনপি নেতা সাইদ আনোয়ার,পরিবারের পক্ষ থেকে ফারুক হোসেনের চাচাতো ভাই আবু সাইদ।

বক্তব্য রাখেন,তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: আহম্মেদ সরদার সাজু,তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক এস.এম জাহাঙ্গীর আলম সবুজ,ইসলামকাটি যুব দলের আহবায়ক মো: মমিন,খলিলনগর ইউনিয় যুবদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ,জালালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা,তালা থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালমান আব্রাহাম রাসেল,তালা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খান নাজমুল হুসাইন প্রমুখ।

আলোচনা সভায় প্রতিবছর মরহুম সেখ ফারুক হোসেনের মৃত্যু বাষির্কী পালনের সিধান্ত ও তার কবরস্থান পাকাকরন করা সহ গভীর শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড