সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে নতুন কমিটি। শপথ বাক্য পাঠ করান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী, সদস্য এস.এম আলমগীর হায়দার, পূর্ববর্তী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমান, সদস্য সচিব আবু সাঈদ ও সদস্য এস.এম সিদ্দিকুর রহমান এবং নির্বাচন কমিশনের অন্যতম সদস্য সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য সহ উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য রনজিৎ বর্মন। শপথ নেন সংগঠনের নতুন সভাপতি প্রভাষক সামিউল ইমাম আজম মনির, সহ-সভাপতি জাহিদ সুমন, সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, যুগ্ন সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জি.এম আব্দুল কাদের, অর্থ সম্পাদক শেখ সোহরাব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন ও মেহেদী হাসান মারুফ।
Leave a Reply