শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শ্যামনগর প্রাণী সম্পদ হাসপাতাল চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ।
কর্মী সভায় বক্তারা বলেন, বেগম জিয়া ক্ষমতায় না থাকলেও দেশ থেকে পালিয়ে যায়নি। অথচ মানুষের প্রতি এতো পরিমাণ নির্যাতন চালিয়েছেন যে আওয়ামিলীগ নেত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমরা কোথাও বিশৃঙ্খলা করতে চাই না। সাধারণ মানুষের মাঝে দলের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষ বিএনপি সরকারের উন্নয়নের কথা মনে রেখেছে, আশাকরি মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপিকে ক্ষমতায় পাঠাবে। বক্তারা আরো বলেন, মানুষ শেখ হাসিনা মার্কা রাতের ভোট দেখতে চায় না। এবার ভোট হবে নিরপেক্ষ, মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। আশাকরি মানুষেরা দীর্ঘদিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে।
কর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুস সেলিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শেখ শাহরিয়ার মাসুদ, উপজেলা জাসাসের সদস্য সচিব রায়হানুল ইসলাম, ইউনিয়ন যুব দলের সাবেক সদস্য সচিব ফিরোজ হোসেন বাবলু।
এসয় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা মো. নূর ইসলাম, ফারুক হোসেন, আশরাফ হোসেন, মহসিন গাজী সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply