কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার কাটাখালি গ্রামের সেলিনা খাতুন ও তার মেয়ে ফাতেমা খাতুনের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার বেলা ১২ বেলাটায় চাঁদ আলী ব্রিজের উত্তর পাশে কাটাখালি সড়কে গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, সেলিনা খাতুন ও তার মেয়ে ফাতেমা দেহ ব্যবসা করে। তাদের কাজে বাধা দিলে সে বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে। কয়েক মাস আগে সেলিমা খাতুন তার মেয়ে গুম হয়েছে বলে একটি মিথ্যা বানোয়াট মামলা করে সেই মামলায় আনারুল নামের এক ব্যক্তি এখনো জেল হজতে আছে। অথচ তার মেয়ে বাড়িতে ঘোরাফেরা করছে। এ সময় বক্তারা আরো বলেন, সেলিনা খাতুন এর কারণে এই এলাকার কোন মেয়েদের ভালো পরিবেশে বিবাহ দিতে পারছে না তাদের পরিবার। তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী, আম্বিয়া খাতুন, সাজিদা খাতুন, মোঃ নুর ইসলাম শেখ, মোস্তফা গাজী, তানজিলা খাতুন জুলিয়া বেগম প্রমুখ।
Leave a Reply