উপকূলীয় অঞ্চল শ্যামনগর প্রতিদিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৩৪ নং বুড়িগোয়ালিনী দাঁতিনা খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ই আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াত ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হারুন অর রশীদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউ/পি সদস্য আব্দুল জলিল , মাষ্টার রেজাউল করিম,
বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামের যুব বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাদিকুর রহমান, শ্যামনগর উপজেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলুল করিম ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া মুনাজাত পরিচালনা করেন,বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম।
সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply