সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে 
কালিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার শান্তি সম্প্রীতির আহ্বানে মানববন্ধন

কালিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার শান্তি সম্প্রীতির আহ্বানে মানববন্ধন

হাফিজুর রহমান শিমুলঃ

“সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও সুজন সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে কালিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পিএফজি ও সুজন এর সদস্যবৃন্দের আয়োজনে রবিবার (১১ আগস্ট) সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে সুজন এর সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা শেখ খায়রুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, শিল্পকলা একাডেমির সদস্য শিক্ষক সুব্রত কুমার বৈদ, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক আশিক মেহেদী, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মোঃ আব্দুল গফুর, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, পিএফজি’র কো- অরডিনেটর সুকুমার দাস বাচ্চু, পিএফজি’র সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালীরানী ঘোষ, পিএফজি’র সদস্য এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহীম, নাগরিক সমাজের প্রতিনিধি ডা. আসলাম মেহেদী, ওয়াইপি এজি’র সমন্বয়ক ও কালিগঞ্জ উপজেলা ছাত্রদলে সাধারণ সম্পাদক পারভেজ হোসেন । বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে নবগঠিত অন্তর্বর্তী কালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করাসহ ছাত্র- জনতার এই অভ্যুত্থানকে পুঁজি করে কেউ যেনো রাষ্ট্রীয় সম্পদ, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য উপজেলাবাসীকে সর্বদা সজাগ থেকে এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা আরও বলেন, আমরা আর কোন মৃত্যু চাই না, নৈরাজ্য চাই না, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস চাই না, আমরা সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। মানববন্ধন কর্মসূচীতে পিএফজির সদস্য, সুজন সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, পূজা উদযাপন কমিটি, হিন্দু, বৈদ্য এক্য পরিষদসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ওয়াইপি এজি’র সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড