আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা-দত্তডাঙ্গা কোলকাতা খালের উপর ব্রীজ নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১আগষ্ট) সকাল ১১টায় ১৫মিটার দৈর্ঘ্য সেতু কালভার্ট নিমার্ণ প্রকল্পের ব্রীজটি উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক (এমপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার, ইউপি সদস্য আ: হান্নান, আবু সাঈদ ও আওয়ামী লীগ নেতা আযহারুল ইসলাম প্রমূখ।
Leave a Reply