সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে 
বারসিক এর পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়কে সংবর্ধনা

বারসিক এর পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়কে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট::

শ্যামনগরে গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (০৮ জুলাই ২০২৪) বেলা ১২ টায় পৃথকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান (পুরুষ) শেখ নাজমুল হুদা রিপন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি’র নিজস্ব কার্যালয়ে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

এসময় জনপ্রতিনিধি বৃন্দ বলেন, বারসিক দীর্ঘদিন যাবৎ দক্ষিণ পশ্চিম উপকূলের এই শ্যামনগরে অত্যন্ত সুনামের সহিত কাজ করছে। এই অঞ্চলের মানুষের লোকায়িত জ্ঞানকে কাজে লাগিয়ে কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভুমিকা রাখা, খাদ্যে সার্বভৌমত্ব, যুবদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে তাদের সক্ষমতা বৃদ্ধি সহ এ ধরনের নানা কাজ তারা করে থাকে। বারসিক বাস্তবায়িত সকল শুভকাজে আমরা সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

বারসিক এর প্রতিনিধি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপকূলীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, শ্যামনগর রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, হিসাব ও ব্যবস্থাপনা কর্মকর্তা বিধান মধু, কর্মসূচী কর্মকর্তা যথাক্রমে বিশ্বজিৎ মন্ডল, মো. আবুল কালাম আজাদ (কৃষি), চম্পা মল্লিক, মারুফ হোসেন মিলন, সহযোগী কর্মসূচী কর্মকর্তা যথাক্রমে মনিকা পাইক, প্রতিমা চক্রবর্তী, কমিউনিটি ফ্যাসিলিটেটর দিলরুবা ইয়াসমিন, অষ্টমী মালো, ইয়ুথ অর্গানাইজার স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।

সম্মাননা স্মারক প্রদান শেষে পরিবেশবাদী ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক কে উপহার হিসেবে নারকেল গাছ প্রদান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড