কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন অমিত কুমার বিশ্বাস। তিনি বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে যোগদান করেণ। ৩৮ তম বিসিএস ক্যাডার হিসাবে তিনি এর আগে নিজ জেলা যশোরে উপজেলা সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। উপজেলার প্রাক্তন চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী মহোদয় নবাগত সহকারী কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দেন। মোঃ আজাহার আলী কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দেড় বছর অতি নিষ্ঠার সাথে ভূমিসেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। বহুগুণে গুণান্বিত এই কর্মকর্তা পদোন্নতি পেয়ে নিজ জেলা রাজশাহীতে বদলি হয়েছেন।
Leave a Reply