নিজস্ব প্রতিনিধিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর বিপরীতে ভারতের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, কোলকাতা, ফ্রন্টিয়ার কমান্ডার শ্রী আয়ুশ মানী তিয়ারী এর নিকট হতে শ্রী মানিন্দার প্রতাপ সিং পাওয়ার, আইপিএস গত ২৬ জুন ২০২৪ তারিখ দায়িত্বভার গ্রহণ করেছেন।
শ্রী মানিন্দার প্রতাপ সিং পাওয়ার ২২ আগস্ট ২০০৫ সাল ভারতীয় পুলিশ সার্ভিসে যোগদান করেন। উক্ত অফিসার পূর্বে ভারতের পাঁচটি জেলায় এসপি এবং জুনাগড়ের রেঞ্জ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৪ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে মেধাবী সেবার জন্য চারটি ডিরেক্টর জেনারেল কমেন্ডেশন রোল (বিএসএফ), ডিজিপি গুজরাট প্রশংসা রোল এবং রাষ্ট্রপতির পুলিশ পদক অর্জন করেন।
দায়িত্বভার গ্রহণের পর তিনি গত ২৯ জুন ২০২৪ তারিখ বেনাপোল আইসিপির বিপরীতে বিএসএফ
পেট্রাপোল ও ভোমরা আইসিপি’র বিপরীতে বিএসএফ গোজাডাঙ্গা এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
Leave a Reply