সাহেব রেজা নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন বিভাগের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন এলাকায় কঠোর ভূমিকায় অবস্থান করছে বন বিভাগের কর্মরত কর্মীরা।
১ লা জুন- ৩১শে আগষ্ট) প্রজনন কালিন বন্ধের সময়ে সুন্দরবনে মাছ কাঁকড়া মধু,সহ ভ্রমন বন্ধ রাখা হয়েছে।
এই তিন মাসে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের দক্ষ কর্মঠ স্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলামের প্রচেষ্ঠায় প্রতিনিয়ত স্টেশনের আওতাধীন এলাকায় সকাল,বিকাল পহারায় বন বিভাগ এবং বন বিভাগের সহযোগী সংস্থা কমিউনিটি পেটোলিং গ্রুপ ( সিপিজি) নিয়োজিত রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সুধীজনেরা জানান, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এবি এম হাবিবুল ইসলাম একজন মানবিক অফিসার, তিনি দায়িত্বের ব্যাপারে অত্যান্ত সচেতন, তিনি বুড়িগোয়ালিনী এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্বে আছেন, সেখানে বিভিন্ন অনুষ্ঠানে স্টেশনে দিক নির্দেশনা মুলক নানান বক্তব্য গুলো অভিভাবক, শিক্ষার্থী সহ সুধীজনদেরকে মুগ্ধ করে।
স্থানীয়রা জানান, বন বিভাগে এ ধরনের দায়িত্ববান অফিসারের কর্ম এলাকায় দায়িত্ব পালনে সুধীজনরা সন্তোষজনক ভাব প্রকাশ করেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় গত ১ জুন থেকে কোন প্রকার অপ্রতিকার ঘটনা ঘটে নাই।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবি এম হাবিবুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি আমার দায়িত্ব পালন করি।
দায়িত্ব পালনে সকলের সাথে মিশে চলা এটাই, আমি বন বিভাগে চাকুরী করি, বন বিভাগের দায়িত্ব পালনে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করি এবং বন আইন মেনে কাজ করি।
Leave a Reply