সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগকে সংবর্ধনা দিয়েছে পৌরসভার ৮,৯ নং ওয়ার্ড ও হোগলাবুনিয়া ইউনিয়নের জনসাধারণ।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় সানকিভাঙা মটর ও ইজিবাইক স্টান্ডে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মহারাজ আলী খান এর সভাপতিত্বে
ও কামরুজ্জামান নাসির এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান হাওলাদার, যুবলীগ নেতা হাসিব খান প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ব্যাবসায়িক সমিতি,মটর ও ইজিবাইক সমিতি, খেয়াঘাট মালিক সমিতির ও জনসাধারণেরা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এসময় রিয়াজুল হাওলাদার,সুফিয়ান হাওলাদার,কে এম রতন,তানবীর হাওলাদার, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম নাঈম,সাইফুল ইসলাম,সাকিব হাওলাদার সহ স্থানীয় জন সাধারণেরা উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ও ভাইস চেয়ারম্যানগনেরা সাধারণ ভোটার ও ভক্তবৃন্দের মন জয় করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন পর সাধারণ ভোটাররা এবার দলীয় প্রতীক ছাড়া মন খুলে ইচ্ছামত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।
Leave a Reply