সাতক্ষীরার শ্যামনগরে ১২৩ নং উত্তর চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ১০ই জুন আনুমানিক রাত সাড়ে ৩ টার সময়। চুরি হয়ে যাওয়া মালামাল গুলো হলো ০১টি ল্যাপটপ, ০১টি প্রিন্টার, ০১টি প্রজেক্টর, ০১টি সাউন্ড বক্স, ০১টি রাউটার, ০১টি অনু, ০১টি মাল্টি প্লাক, ০২ টি সিলিং ফ্যান, ০১টি ওয়াটার হিটার ও ০১টি হ্যান্ড মাইক। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ কান্তি মন্ডল।
১২৩ নং উত্তর চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পরেশ কান্তি মন্ডল বলেন, প্রতিদিনের ন্যায় গত ১০ই জুন সোমবার সাড়ে ৪ টার সময় প্রতিষ্ঠানের প্রত্যেকটি কক্ষের দরজা- জানালা তালাবদ্ধ করে নিজ নিজ বাড়ীতে চলে যাই। স্থানীয়রা ১১ই জুন মঙ্গলবার সকালে কল করে জানায় প্রতিষ্ঠানের দুইটি কক্ষের দরজা খোলা অবস্থায় আছে।
আমি তাৎক্ষনিক অন্যান্য শিক্ষকদের অবগত করে প্রতিষ্ঠানে উপস্থিত হইয়া দেখি প্রতিষ্ঠানের লাইব্রেরী ও প্রাক-প্রাথমিক দুইটি রুমের মেইন দরজা হ্যাজবোল ভাঙ্গা অবস্থায় আছে, আমরা ভিতরে প্রবেশ করে দেখি কক্ষের মধ্যে পূর্ব হতে রক্ষিত লিখিত মালামাল গুলো নাই। পরবর্তীতে পার্শ্ববর্তী “চিংড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়” এর সিসি ক্যামেরা পর্যালোচনা করে দেখতে পাই যে, রাত ০৩.৫৮ ঘটিকার সময় একজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি সাইকেলের পিছনে করে ২/৩টি ভারি বস্তা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। আমাদের ধারনা সিসি ক্যামেরা অনুযায়ী উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি ও তার অন্যান্য সহযোগীদের সাহায্যে আমাদের প্রতিষ্ঠানের দুইটি কক্ষের হ্যাজবোল ভেঙ্গে বিদ্যালয়ের মালামাল গুলো নিয়ে গিয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়ে যাওয়ার ঘটনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। সিসি ক্যামেরা দেখে চোর ধরার চেষ্টা চলছে।
Leave a Reply