সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে 
কালিগঞ্জে অভিষেকের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহন করলেন উপজেলা চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান

কালিগঞ্জে অভিষেকের মধ্যদিয়ে দায়িত্ব গ্রহন করলেন উপজেলা চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের অভিষেক ও আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (০৯ জুন) সকাল সাড়ে ১০ টায় তারা দায়িত্ব গ্রহণ করেন। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন গত ৮ মে-২৪ তারিখে এ উপজেলায় ভোট গ্রহন হয়। ৩০ মে-২০২৪ তারিখে খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে শপথ গ্রহণ করেন। কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর সভাপতিত্বে অভিষেকে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি। বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, ইউপি সদস্য সাইলুজ্জামান সাইলু, ইউপি সদস্যা মাহফুজা খানম, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ ঘোষ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ প্রমুখ।

উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন নাঈমসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময়ে বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন বলেন আমি জনগনের ভালোবাসায় আজ এখানে এসেছি, সেই জনগনের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। হিংসা, বিদ্বেষ নয় কালিগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে চাই।

দলমত নির্বিশেষে উপজেলার উন্নয়নের স্বার্থে একসাথে থাকতে চাই। কাজ করতে গেলে ছোটো খাটো ভূল হতে পারে, সেটা আপন মনে করে আমাকে ভূল ধরিয়ে দিবেন। আমি উপজেলা চেয়ারম্যান সাহেব হতে চাইনা, আমি কারো স্যার না, জনগনের সুমন হয়ে থাকতে চাই। এর আগে ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন তার প্রয়াত পিতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান এর মাজার জিয়ারত করেণ সহকর্মীদের নিয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড