নিজস্ব প্রতিবেদঃ
“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। (৫ জুন ২০২৪ তারিখ) বুধবার সকাল ৯:৩০ টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন প্রজেক্ট, লিডার্স এবং বারসিক এর সমন্বিত উদ্যোগে, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ থেকে একটি র্যালি এলাকা ঘুরে আবার ইউনিয়ন পরিষদে এসে আলোচনা সভা এবং পরিবেশ বান্ধব গাছ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব জি এম আব্দুর রউফ, সভাপতিত্ব করেন সিসিডিবির প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর জনাব মোকিন্দ পাইক, লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর জনাব সিরাজুল ইসলাম, সিসিডিবির ফিল্ড সুপারভাইসার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জনাব আবুল হাসেম মিয়া, বারসিকের এ্যাডভোকেসী এসিসটেন্ট ফজলুল হক এবং ফিল্ড অর্গানাইজার, রেডক্রিসেন্টসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। যে তিনটি স্কুল প্রাঙ্গনে গাছ রোপন করার জন্য গাছ বিতরন করা হয় তা হল, আড়পাঙ্গাশিয়া ৩৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়, ১৬৪ নং পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় । উক্ত অনুষ্ঠানে লক্ষিত জনগোষ্ঠীসহ ১১৫ জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন (নারি-৭৩ এবং পুরুষ-৪২ জন)।
উক্ত অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষার্থে প্রতিটি বাড়িতে তিনটি করে গাছ লাগানোর জন্য পরামর্শ প্রদান করেন । প্রধান অতিথি জনাব প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ বলেন তাপমাত্রা দিন দিন বাড়ছে, তার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ও বাড়ছে। অহেতুক গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ লাগাতে হবে। পরিবেশ বাঁচাতে এর কোন বিকল্প নাই”
এদিকে শ্যামনগর উপজেলা পরিষদে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব সাইদুজ্জামান সাইদ এর উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজিবুল আলম এর সভাপতিত্তে, একটি র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সিসিডিবি,বারসিক সক্রিয়ভাবে অংশগ্রহন করে ।
Leave a Reply