সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 
তালায় পৈতৃক জমীতে ঘর করতে বাঁধা – হয়রানির অভিযোগ

তালায় পৈতৃক জমীতে ঘর করতে বাঁধা – হয়রানির অভিযোগ

সাতক্ষীরা তালা প্রতিনিধি :তালার শাহাপুর গ্রামে পৈতৃক ৬০-থেকে৭০ বছর ধরেদ খলীকৃত জমিতে ঘর করতে বাধা প্রদানের ঘটনা ঘটেছে।  জমিজমা  নিয়ে স্থানীয় ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সালিশ করলেও মানতে রাজিনয় প্রতিপক্ষ।

ঘটনার বিবরণে জানাযায়,  পৈতৃক সম্পতি ৬০-থেকে৭০ বছর ধরে ভোগ দখল করছেন ছইলদ্দীন মোল্লা পুত্র ওবাইদুল মোল্লা ও পোতা ইমরান হোসেন বিশাল। জমিতে ঘর করতে আসলে হঠাৎ বাঁধা প্রদান করেন মৃত জয়নদ্দীন মোল্লা পুত্র রফিকুল মোল্লা ও মোবারেক মোল্লা। তবে ঐ জমির পরিবর্তে তার পাশের জমি ভোগ দখলী করে তারা।

ভুক্তভোগী ছইলদ্দীন মোল্লা  জানান, আমরা তিন ভাই, পিতা মারা  যাওয়ার পর আমার বড় ভাই মৃত জয়নদ্দীন মোল্লা রাস্তার ধারে খানা ও গর্তের জমিটি আমাকে ভাগ করে দেই। আমি দীর্ঘ ৭০ বছর মত জমিটি করছি। অনেক টাকা খরচ করে খানাটি মাটি দিয়ে ভরাট করি। গতকাল ৩ মে ঘর  আমার পোতা ঘর করতে আসলে রফিকুল মোল্লা ও মোবারেক মোল্লা তালা থানায় অভিযোগ করছে যে আমি নাকি জোর করে দখল করে খাচ্ছি।  এটা সম্পূর্ণ মিথ্যা। আমার জমিজমা নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সালিশ করে আমার পক্ষে রায় দিয়েছে তবে তারা মানতে রাজি নয়।

ভুক্তভোগী ওবায়দুল মোল্লা জানান, আমার চাচাতো ভাই রফিকুল একজন ভূমিদস্যু, বিভিন্ন মানুষের জমি জবরদখল করছে এবং জেলও খেটেছে। আমার মামাতো ভাই এনায়েট গাজীর পরিবারকে নিশ্ব করে দিয়েছে। আমরা এই ভূমি দস্যুর কাজ থেকে রক্ষা চাই। সে সব সময় আমার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে চলেছে। তালার ফায়ার সার্ভিসের জমি দেওয়ার কারনে আমার প্রতিবন্ধি পিতাকে মেরে রক্তান্ত জখম করেছে।

স্থানীয় কাদের খা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খা বুদু জানান,  আমার ছোট বেলা থেকে দেখছি এই জমি ছইলদ্দীন মোল্লা করে।  এখানে বিশাল বড় খানা ছিলো, তেমন কিছুই হতো না। খানা বুজানোর পরে ঘর করতে আসলে হঠাৎ বাধা দিয়েছে। আমারা চাই এটার একটা সমাধান হোক।

ইমরান হোসেন বিশাল জানান, আমারদের জমির পাশের জমিটি তারা করেছে।আমাদের জমিটি রাস্তায় পাশে থাকায় জমির দাম বৃদ্ধি পেয়েছে এজন্য তারা বাধা দিচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল মোল্লা জানান, পৈতৃক সুত্রে ঐদাগে আমি জমি পাবো এজন্য বাঁধা দিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড