মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে হাফেজ কবির আহমদ (৩৬) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পাতন টিকরপাড়া জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ কবির আহমদ কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভোরে প্রচুর বৃষ্টির সময় লজিং বাড়ি থেকে মসজিদে নামাজ পড়াতে যাচ্ছিলেন কবির আহমদ। মসজিদে পৌঁছানোর আগে বজ্রপাতে তিনি মারা যান।
বৃষ্টি থামার পর মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার পথে রাস্তার পাশের জমিতে ইমামের মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম বলেন, বিষয়টি তাৎক্ষণিক জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করি।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহত ইমামের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
Leave a Reply