নিজস্ব প্রতিবেদকঃ
আগামী (১৫ ই এপ্রিল ২০২৪)খ্রিঃ সোমবার বিকাল ০৪.০০ ঘটিকার সময় বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমির উদ্দোগে সাব-জয়ী অনুর্ধ ১৬ নারী জাতীয় দলের ফুট়বলার সাথী মুন্ডার কৃতি ও নৈপুন্যের সম্মানা স্বরুপ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য, এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরা -০৪ কালিগঞ্জ আংশিক, শ্যামনগর, সাতক্ষীরা এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য,- ০২(সদর) ও জেলা ক্রীড়া সংস্থা এর সভ- সভাপতি আশরাফুজ্জামান আশু।
উক্ত অনুষ্ঠানে আপনরা সকলেই আমন্ত্রিত।
স্থান
বুড়িগোলিনী ঐতিহাসিক বনকন্যা ফুটবল ময়দান।
Leave a Reply