কয়রা (খুলনা)প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত খয়রুল আলম(৩৫)এর পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগদ অর্থ সহায়তা প্রদান কর হয়েছে ।
গত ৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হয় কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার বড় পুত্র খাইরুল আলম। নিহতের পরিবারের মাঝে আজ মঙ্গলবার বিকেলে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান (মিজান),কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান,ওয়ার্ড সভাপতি আব্দুর সাত্তার, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, প্রমূখ
উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান বলেন,আমরা গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত খয়রুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই শিশু সন্তান ও পরিবারে ঈদ সামগ্রী কিনতে অর্থ সহায়তা করেছি।তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সমাজের বিত্তবানদের এতিম শিশুদের সহযোগিতা করতে অনুরোধ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়,গত ৮ এপ্রিল সোমবার সকাল ৭ টার দিকে মোটরসাইকেল যোগে কয়রা থেকে খুলনায় যাওয়ার পথে পাইকগাছা উপজেলার মৌখালি বাজারে পৌছালে তরমুজ বাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ হস্তান্তর করলে বিকাল ৪ ঘটিকায় জানাযা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply