শ্যামনগর বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির খেলোয়াড় সাথী মুন্ডা বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব (১৬) ফুটবল দলের খেলোয়াড় হয়ে নেপালে গিয়েছিলেন।
বাংলাদেশের হয়ে ৭ নং জার্সি গায়ে নেপাল, ভূটান ও ভারতের বিপক্ষে মাঝ মাঠে ফুটবল খেলে সাফ জয়ী হয়ে( ২ এপ্রিল) মঙ্গলবার সাথী মুন্ডা নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন।
সাথী মুন্ডার ফুটবল কোচ শ্যামনগর নীলডুমুর যুব বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয়ে সাথীর বাবা প্রদীপ মুন্ডার কাছে জানতে চাইলে প্রদীপ মুন্ডা বলেন ছোট বেলা থেকেই সাথীর ফুটবল খেলার প্রতি খুবই আগ্রহ ছিল।
তাই আমি খেয়ে না খেয়ে আমার মেয়েকে ফুটবল খেলতে সহযোগিতা করে আসছি।
বেসিক একাডিমির হয়ে বিভিন্ন মাঠে ফুটবল খেলেছে সাথী, তবে বাংলাদেশ ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পরে আজ দেশ পেরিয়ে বিদেশের মাটিতে খেলে আমার মেয়ে, এটা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম। আজ ভারত, নেপাল,ভূটানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আরো এক ধাপ উপরে উঠিয়ে দিয়েছে।
সাফ অ-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৪ বাংলাদেশ ও ভুটান এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ অ-১৬ ওমেন্স জাতীয় ফুটবল দল ৬-০ গোলে ভুটান অ-১৬ ওমেন্স জাতীয় ফুটবল দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
১০ মার্চ ভারতের সাথে ফাইনাল খেলায় টাই ব্রেকারে বাংলাদেশ সাফ অ-১৬ ওমেন্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাথী মুন্ডার গোলে।
Leave a Reply