সংবাদ শিরোনামঃ
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ 
দেবহাটায় বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়া কেন্দ্র করে সংঘর্ষ আহত এক

দেবহাটায় বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়া কেন্দ্র করে সংঘর্ষ আহত এক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বেজরআইট এলাকায় ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে বৈদ্যুতিক সংযোগের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র সংঘষে একজন আহত হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিকে নওয়াপাড়া ইউনিয়নের বেজরআইট এলাকার আহবান সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আহবান সরদারের স্ত্রী রহিমা খাতুন (৫২)।
আহত রহিমা খাতুন জানান, তাদের ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে স্থানীয় কয়েকজন তাদের সুবিধা অনুযায়ী বিদ্যুতের সংযোগ নেওয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে গোলোযোগ চলে আসছে। বুধবার বিষয়টি নিয়ে ঝামেলা শুরু হলে আমরা আমাদের জমির উপর দিয়ে তার নিয়ে যেতে বাধা দিলে স্থানীয় আজহারুল ইসলাম ও তার স্ত্রী আছিয়া খাতুন বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। সেই সাথে নজির আহম্মেদের ছেলে আনারুল ইসলাম, মৃত লিয়াকাত মোল্যার ছেলে মোমিন মোল্যা, সবুজ গাজীর ছেলে সুজন গাজী এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাকে ফেলে চলে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্র্ট লেখা পর্যন্ত আহতর পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় স্বজনরা।
দেবহাটা থানার ওসি সেখ মাহামুদ হোসেন জানান, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড