কয়রা,খুলনা প্রতিনিধি
সুন্দরবন পশ্চিম বন বিভাগ
খুলনা রেঞ্জ এর অধীনস্থ কয়রা নদীর ময়দা পাশা এলাকায় অভিযান চালিয়ে পারসে মাছ এর পোনা ধরার নৌকা, বৈঠা, ও নেটজাল জব্দ করেছে বন বিভাগ।
শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে বন কর্মীরা কয়রা নদীর ময়দা পাশা এলাকায় অভিযান চালিয়ে ১ টি নৌকা, ২ টি বৈঠা ও ১৩০ ফুট নেট জাল জব্দ করে। এসময় বন বিভাগের উপস্থিত টের পেয়ে গহীন সুন্দরবনে পালিয়ে যায় এর সাথে জরিতরা।
কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে কয়রা নদীর ময়দা পাশা এলাকা থেকে ১ টি নৌকা, ২ টা বৈঠা ও ১৩০ ফুট নেটজাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা প্রক্রিয়াধীন
Leave a Reply