প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী(অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা)
(লেখকের কথা অষ্টম শ্রেনী পড়ুয়া চার জন মেয়ের মহানুভবতায় উদ্বুদ্ধ হয়ে আমি এই কবিতাটি লিখেছি!
এবং ঐ চার জন বোনের প্রতি কৃতজ্ঞতাও পোষন করছি…
এই লেখাগুলি ঐ চার জন বোনকে উৎসর্গ করছি!
(সুত্রঃ Nadira sultana ম্যাম এর প্রতিও কৃতজ্ঞতা রইলো…)
জয়ী হয় মানবতায় দৃষ্টান্ত গড়ে অবধি-
হতেই যদি হয় মনুষত্বে মানুষ নিরবধি,
তোমরাতো দিয়েছো পরিচয় মহানুভবতায়-
আজকের সমাজে এমন মানুষও দেখা যায় !
ভাব গাম্ভীয্যে তোমাদের মনের চাওয়া-
সমাজের অবজ্ঞায় ঝরে পড়াদের সেবা দেয়া,
তোমাদের মন যে কত বড় দেখেছে লোকে-
কামনা তোমাদের থেকেই যেনো সবে শেখে!
হৃদ পিঞ্জরে তব জপে যেনো সদা জয়গান-
মানুষের অন্তরে স্রষ্ট্রার বসবাস মানুষই মহান,
তোমাদের সাধ পুর্ন হোক সাধ্যের মাঝে-
পরিবর্তন আসুক তোমাদের দেখে সমাজে!
তোমাদের মমত্ব বোধের জয় হোক ধরায়-
শিখি যেনো চলতে তোমাদের পথে পরম্পরায়,
দৃষ্টান্তে রবে বাধা সদা মানবতার জয়গানে-
তোমাদের কাঁচা মনের কৃতকর্মের দ্বীপ্ত প্রাণে !
চলবো পথে যখনই আমরা এ কথা ভেবে-
সমাজের যত অসঙ্গতি দুর মোদের করতে হবে,
শ্রদ্ধা স্নেহ সৌজন্যতা বোধ রেখে পথ চলে-
চোখ কান খোলা রেখে কথা যেতে হবে বলে।
সমাজের গতি ধারা অবলোকন করে-
নিতে হবে শফথ দেশের উন্নয়নের তরে,
দুর করতে হবে দূর্নীতি অনিয়ম সব যত-
রাখতে হবে দেশের প্রতি প্রীতি অক্ষত!
হবে দেশ প্রেম; মানব প্রেমের মহা বিজয়-
সকলের তরে থাকবে সকলেই বোধে নিশ্চয়,
মানবতা বোধ বিস্ফোরিত হবে ঘরে ঘরে-
সকল বোধের উপরে উঠবে মানবতা বোধ সংসারে..
Leave a Reply