নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আইস এবং হেরোইন উদ্ধার করেছে( ১৬ ফেব্রুয়ারি ২৪ ) রাতে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ শাখরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ কোটি ২০ লাখ টাকার ভারতীয় অবৈধ মাল উদ্ধার করেছে বলে জানান নীল ডুমুর ১৭ বিজিবি কর্তৃপক্ষ, তিনি আরো বলেন,
অধিনায়ক, নীল ডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪) আনুমানিক রাত ০২ ঘটিকার সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দা নামক এলাকা হতে মালিক বিহীন অবস্থায় এক কেজি ভারতীয় আইস যার আনুমানিক মূল্য ৫,০০,০০,০০ ০/- (পাঁচ কোটি) টাকা এবং ০১ (এক) কেজি ভারতীয় হেরোইন যার আনুমানিক মূল্য ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা।
উক্ত আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূ ল্য-৫,২০,০০,০০০/- (পাঁচ কোটি বিশ লাখ) টাকা।
Leave a Reply