নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এক বাসের হেলপারের হাত থেকে রক্ষা করেছে বুড়িগোয়ালিনী গ্রামের আল আমিনের স্ত্রীকে নীলডমুর ১৭ ব্যাটালিয়নের বিজিবি সদস্য।
শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায়, বংশীপুর থেকে একজন মহিলা যাত্রী দুইটা বাচ্চা সহ মুন্সিগঞ্জ স্ট্যান্ডের উদ্দেশ্যে আসে।
হেলপার ওই যাত্রীর কাছে তার ছোট দুইটি ওই মেয়েদের ভাড়ার টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানালে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। মুন্সীগঞ্জ স্ট্যান্ডে এসে বাস থেকে নেমে আসলে ওই মহিলাযাত্রী, হেলপার ওই মহিলারে আসতে দেবেনা বাড়তি টাকা না দিলে।
মহিলা যাত্রী চলে আসার চেষ্টা করলে ওই হেলপার মহিলাটির হাত ধরে টেনেহেচড়ে বাসের মধ্যে উঠানোর চেষ্টা করে, এমনকি হেলপার ভাড়ার টাকা আদায়ের জন্য ব্যাগ ধরে টানাটানি করে। এরিমধ্যে হেলপার ওই মহিলা যাত্রীকে চড়থাপ্পড় মারে, মহিলার বরকা টেনে ছেড়ে ফেলেন বলে জানান মহিলা যাত্রী।
এমনকি মহিলা যাত্রী হেলপার কে একটি চড় ও মারে।
এই পরিস্থিতি দুর থেকে দেখে নীলডুমুর বিজিবির এক সদস্য এসে হেলপারের হাত থেকে ওই মহিলা কে টেনে ছাড়িয়ে নিয়ে হেলপার কে দুই একটি চড়-থাপ্পড় মারেন বলে জানান স্থানীয়রা।
বাসে থাকা যাত্রী বাবুল বলেন বিজিবির ওই ভাই না আসলে হেলপার আল আমিনের স্ত্রীকে আরো মারতো। বাবোল বিজিবির সদস্যকে ধন্যবাদ জানান।
এবিষয়ে বিজেপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি স্ট্যান্ডে বসে চা খাচ্ছিলাম হটাৎ দেখি একটি মহিলা কে টানাটানি করছে একটি পুরুষ এমনকি ওই পুরুষ টি মহিলার গায়ে যখন হাত তুলেছে তখন আমি দৌড়ে যেয়ে পুরুষ কে দুই একটি চড় মেরে মহিলা কে ছাড়িয়ে নেই।
পরবর্তীতে জানতে পারি বাসের হেলপার ওই।
সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি শুনে হেলপার কে আমার ও মহিলাটির হাত ধরে মাফ চাইতে বলে, হেলপার আমাকে ভাই ও মহিলা কে বোন বলে মাফ চাইলে আমারা হেলপার কে মাফ করে দেই।
Leave a Reply