খুলনা প্রতিনিধি : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাদিকুর রোহান ওরফে বিহারি রানা (৩২)নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময়ে পলাশ (৩০) নামের অপর যুবক পায়ে গুলিবিদ্ধ হন।
সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। নিহত বিহারি রানা নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোড এলাকার শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে রানা ও পলাশ ময়লাপোতা মোড়ে আহসান উল্লাহ কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ২/৩ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।গুলিবিদ্ধ রানাকে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসময় গুলিবিদ্ধ আহত পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্যের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত বিহারি রানার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, কারা কী উদ্দেশ্যে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে হত্যাকারীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।
Leave a Reply