সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ  কালিগঞ্জের বিষ্ণুপুর সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কয়রায় সুন্দরবনের ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১ সাতক্ষীরা উপকূলে শীত জেগে বসেছে, নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে অভিযোগ স্থানীয়দের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নি*হ*ত ৪ শ্যামনগর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির নতুন কমিটি গঠন
শ্যামনগর উপকূলে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্যামনগর উপকূলে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সরকার আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপোটে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় শত শত নারী পুরুষ।

স্থানীয় এলাকাবাসী ও সিডিও ইযুথ টিমের শিক্ষার্থী ও যুবারা এই কর্মসূচির আয়োজন করে। রবিবার বিকেলে খালখেকোদের দস্যুতায় মৃতপ্রায় খালটির পুনঃজীবন ও উন্মুক্ত করার দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয়রা।

বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মালি সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই খাস খালটি খালখেকোরা ইজারা নিয়ে জীবন্ত খালকে মেরে ফেলেছে। কোথাও কোথাও খালটিকে গর্ত বা ডোবা মনে হবে নতুন মানুষদের কাছে। আবার অনেক জায়গা দখল হয়ে প্রায় বসতিও বানানোর চেষ্টা চলছে। যার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। এ অবস্থায় খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের কোন বিকল্প নেই।

বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিএনআরএস এর প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দীন আহমেদ, মাসুম বিল্লাহ, দীপক মিস্ত্রি, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, আনিসুর রহমান মিলন, সুলতান গাজী, আব্দুল খালেক গাজী, নাসির উদ্দীন প্রমুখ।

পরিবেশকর্মী ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী ইমরান বলেন. খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। তা না হলে এলাকার প্রাণবৈচিত্র্য ধ্বংস হবে। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে এলাকায় পরিবেশ রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়বে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের পক্ষে আরডিসি মো. আরিফুর রহমান, উপজেলা সার্ভেয়ার সজল হোসেন, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন। এসময় আরডিসি উভয় পক্ষের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আগামী ২ কর্মদিবসের মধ্যে উভয় পক্ষের সকল কাগজপত্র উপস্থাপন করতে বলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড