পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এর আওতায় নাগরিক উদ্যোগ এর আয়োজনে শ্যামনগর উপজেলার ভূরুলিয়া, কাশিমাড়ী, শ্যামনগর সদর, নুরনগর, কৈখালী, মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় শ্যামনগর উপজেলা হলরুমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার এর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস এর সঞ্চালনায় মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পক্ষে সাবরিন সুলতানা, ভূরুলিয়া ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা তারক দেবনাথ, উপজেলা তথ্য সহায়তা কেন্দ্রের বিউটি রানী, নাগরিক উদ্যোগ খুলনা জেলা ভলান্টিয়ার দুলাল দাস, চেইজ্ঞ এজেন্ট ভবতোষ বৈরাগী প্রমুখ।
মতবিনিময় সভায় দলিত, হিজড়া ও ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী জনগোষ্ঠী সহ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এর লক্ষ্যে পেশা সংক্রান্ত, প্রধান সমস্যা সমূহ, তাদের জীবন মান উন্নয়নে উদ্যোগ ও করনীয় সম্পর্কে মুক্ত আলোচনা করা হয়।
Leave a Reply