নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার উপকূলীয় প্রতিনিধি, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের জি,এম, শাহিদুজ্জানের পুত্র জি,এম, আল ফারিজ ফয়সালাবাদ অরফানেজ চ্যারিটেবল কমপ্লেক্স ( প্রি – ক্যাডেট নূরানী বিভাগ) প্লে থেকে নার্সারিতে প্রথম স্থান করে সাফল্যতার সহিত উত্তীর্ণ হয়েছে এবং হল ফাষ্ট হয়েছে। তার ভাল ফলাফলের জন্য সর্ব শক্তিমান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেছেন গর্বিত পিতা সাংবদিক জি,এম, শাহিদুজ্জান, মাতা গৃহিনী জেমিমা আক্তার রুপাসহ পরিবারের সদস্যরা। ফারিজের পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিন্দন জ্ঞাপন করেন। জি,এম, আল ফারিজ বড় হয়ে ডাক্তার হয়ে গরীব , অসহায়দের সেবা করতে চাই।
Leave a Reply