আল-হুদা মালী গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গাইনবাড়ি চত্বরে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ইউনিয়ন আ’লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি শেখ আব্দুল বারী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সাতক্ষীরা-০৪ আসনের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সংগঠনিক সম্পাদক জি,এম শফিউল আজম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদ একে এম জাফরুল আলম বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম বাদশাহ আলম,ও মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি,গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন প্রমুখ।
Leave a Reply