পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি :
ঐক্য গড়ুন নারী ও কিশোরের প্রতি সহিংসতা বন্ধে বিনিয়োগ করুন ” এই প্রতিপাদ্য বিষয়ের সামনে রেখে শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৬ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শ্যামনগর উপকূল জনপদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আদিবাসী, মুন্ডা কাহার,জেলে, বাগদী, এসকল জনগোষ্ঠীর মধ্যে নারীর প্রতি সহিংসতার বিষয়ে আলোচনা সভা পথনাটক স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা চলমান রয়েছে ।
নাগরিক উদ্যোগের আর্থিক সহযোগিতায়
৫ ডিসেম্বর কৈখালী ইউনিয়নের সাহেব খালি মুন্ডা কমিউনিটিতে আলোচনা সভা শেষে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা লক্ষ্যে পথনাটক প্রদর্শন হয়। উক্ত আলোচনা সভায় ও পথ নাটকে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মুন্ডা কমিউনিটির নেতৃত্বদানকারী নরেন্দ্র মুন্ডা । ৬ ডিসেম্বর রমজান নগর ইউনিয়ন ভেটখালী নতুনঘেরী মুন্ডা কমিউনিটিতে আলোচনা সভা ও একটি পথনাটক প্রদর্শন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রমিলা মুন্ডা নারী ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো বলেন শ্যামনগর জনপদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আসু প্রয়োজন। সামগ্রিকভাবে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি এবং সচেতনতার জন্য কর্মসূচির মাধ্যমে একটি জাগরণ সৃষ্টির নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভাব বলে আমাদের বিশ্বাস।
Leave a Reply