মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফলপ্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ সরদার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক ও এসএমসি সদস্য হুমায়ুন কবীর হান্টু, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, বদরুজ্জামান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফলপ্রকাশের পর প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply